কম রেজুলেশনের ছবিকে যত খুশি বড় করুন

অনেক সময় আমাদের কিছু প্রিয় ছবি মনের মত করে দেখতে পারি না ছোট থাকার কারণে বা শখের বশে মোবাইলে ছবি তুলে ফেলি, বাসায় এসে কম্পিউটারে ছবি রাখার পর দেখা গেল যে ছবিটা খুব সুন্দর হয়েছে, কিন্তু ছবিটা কম রেজুলেশনের কারনে ছোট দেখাচ্ছে। ফটোশপ অথবা অন্য সফটওয়্যার দিয়ে বড় করলে ছবিটি ফেটে যাচ্ছে, মনে মনে খুব আফসোস হচ্ছে।

এখন উপায়?
উপায় আমার জানা মতে খুব সহজ! শুধু মাত্র ৯.৩৪ মেগাবাইটের একটি সফটওয়্যার দিয়ে।

প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে ফেলুন এইখানে ক্লিক করে। ক্র্যাক ফাইল দেওয়া আছে, ডাউনলোডের পর ঠিক মত ইনস্টল করে নিন। তারপর সফটওয়্যারটি চালু করুন, ওপেন এ ক্লিক করে আপনার প্রিয় সেই ছবিটি সফটওয়্যারটিটে চালু করুন। এবার যত খুশি বড় করুন New Size অপশন গুলো ব্যবহার করে। বড় করা ছবিটি কম্পিউটারে সেভ করে ফেলুন Save বাটনে ক্লিক করে।
এবার হাসুন প্রাণ খুলে...


1 মন্তব্যসমূহ

এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুন

নবীনতর পূর্বতন