বিশ্বের প্রায় ৫০০ কোটি মোবাইল ব্যবহারকারীর মধ্যে ৫০ কোটি ব্যবহারকারী প্রতিদিন গড়ে প্রায় ৫০০ কোটি বার তৃতীয় প্রজন্মের নেটওর্য়াক অর্থাৎ 3G নেটওর্য়াক ব্যবহার করে। প্রতিদিন ২০ থেকে ৩০ লাখ লোক 3G নেটওর্য়াক ব্যবহার করে। ভারত এবং চীনের মোবাইল ফোন গ্রাহকরা 3G নেটওর্য়াকের প্রতি খুব বেশী আকৃষ্ট হচ্ছে। সম্প্রতি সুইডেন ভিত্তিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এরিকসনের এক গবেষণায় এসব যাবতীয় তথ্য পাওয়া গেছে। বর্তমানে শুধুমাত্র চীনে 3G নেটওর্য়াক ব্যবহারকারীর সংখ্যা ৭২ কোটিরও বেশী। গত বছর এর সংখ্যা ছিল ৩৬ কোটি। গবেষকরা অনুমান করছেন যে, ২০১৫ সালে এ 3G নেটওর্য়াক ব্যবহারকারীর সংখ্যা ৩৪০ কোটিতে গিয়ে দাড়াবে।
প্রতিদিন ৫০০ কোটিবার 3G নেটওর্য়াক ব্যবহৃত হয়
পোস্ট লিখেছেন:আশরাফুল হক সাইমুম
3
দূঃখের বিষয় আমরা এখনো 3G পাইনি। তবে কিছু দিনের মধ্যেই বাংলাদেশে 3G আসবে।
উত্তরমুছুনধন্যবাদ আপনাকে।
অফফ !! কবে যে আমরা পাব !!
উত্তরমুছুনWhat a nice:
উত্তরমুছুনhttp://tipuasa.wordpress.com/
একটি মন্তব্য পোস্ট করুন
এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।