আকাশ ছোঁয়া দামী আইফোনের কমদামী সংস্করণ আসছে নতুন বছরের জুন মাসে। বিশ্বের সেরা প্রযুক্তি বিষয়ক কয়েকটি ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ পেয়েছে। আইফোনের কালার রঙীন নয় এই নিয়ে সমালোচনার যেন শেষ নেই, আর তাই অ্যাপল এবার রঙীন আইফোন ৫এস নিয়ে হাজির হবে।
আগামী বছরের জুন মাসে এক হাজার রঙীন আইফোন অ্যাপল ইউনিটকে দেয়া হবে পরীক্ষা করার জন্য। গ্রাহকের সন্তুষ্টি, মতামত এবং মান সবকিছু যদি ঠিক থাকে তাহলে আগামী বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েই তৈরী করা হবে হাজার হাজার আইফোন ৫এস।
বলে রাখি, আইফোন ৫এস এর দাম ৩০০ থেকে ৪৫০ ডলারের মধ্যে হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। এবার আইফোনের কেসিং তৈরীতে ব্যবহার করা হবে প্লাস্টিকের পলিকারবোনেট প্রযুক্তি। আর অনেকটা এর জন্যই আইফোন ৫এস এর দাম এটটা কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
এখন শুধু অপেক্ষার পালা...
একটি মন্তব্য পোস্ট করুন
এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।