জেনে নাও বিশ্ববিদ্যালয় এডমিশন টেস্টের কিছু গ্রামার রোলস

সামনে শুরু হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের এডমিশন টেস্ট। আমি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষার পূর্ব প্রস্তুতি সম্পর্কে আলোচনা করেছি। আজ আমি ইংরেজির কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে আলোচনা করবো।


চলো তাহলে জেনে নিই Subjunctive, Parallelism, Redundancy এর কিছু Basic নিয়ম সমূহ:

Subjunctive, Parallelism, Redundancy

1. Subjunctive

ইহা দ্বারা একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে দিয়ে কিছু করাকে বুঝায়।

কিছু Subjunctive Word নিম্নরূপ :

* Advice.
* Propose.
* Stipulate.
* Order.
* Insist.
* Suggest.
* Decree.
* Urgent.
* Recommend.
* Obligatory.
* Mandatory.
* Urge.
* Important.
* Imperative.
* Require.
* Demand.
* Prefer.
* Command.

এই Word গুলোর পরে সবসময় That থাকে, এইটা একটা Subjunctive Word চেনার উপায়। Subjunctive Word গুলোর পরে Verb এর Base Form বসে তা যেকোন Tense এ থাকুক না কেন।

Rule:
Subject + Subjunctive Word (Any Tense) + That + Verb এর Base Form

অনেক সময় Subjunctive Word এর পরে That থাকে না, তখন Infinitive ( To + Verb এর Base Form) বসে।

2. Parallelism

কোন Sentence এ যদি একাধিক Similar Idea প্রকাশ করা হয়, তবে তাদের Grammatical Structure ও Similar হবে। এটাই হলো Parallel Structure. যেমন: কোন বাক্যে যদি একটি Verb Infinitive থাকে তাহলে অন্য Verb টিও Infinitive হবে, ing থাকলে অন্য টিও ing হবে, Adjective থাকলে Adjective হবে, Noun থাকলে Noun হবে।

For Example :

Mr. Robert is a noted chemist __________.
a. as well as an effective teacher.
b. and too very efficient teacher.
c. but he teaches very well in addition.
d. however, he teaches very well also.

এইখানে সঠিক উত্তর টি হচ্ছে (a), কারণ বাক্যের প্রথম Verb noted chemist একটি Adjective, তাই পরের Verb Effective Teacher ও Adjective হবে।

Benjamin West contributed a great deal to American art as __________.
a. painting, teaching, and lecturing.
b. painting, as a teacher & lecture.
c. painting, teaching, and as a lecture.
d. painting, a teacher, and a lecture.

এইখানে আগে দেখতে হবে অপশনে কোন টি Parallel আছে। এইখানে অপশন (a) সঠিক। কারণ এইখানে সবগুলো Gerund তাই Parallel.

3. Redundancy

এর মানে হলো বাহুল্য দোষ। আমরা মাঝে মাঝে একই ধরনের অর্থযুক্ত শব্দ দু বার ব্যবহার পাশাপাশি ব্যবহার করি। যা ব্যাকরণগত ভাবে ভুল।

চলো কয়েকটি Redundant Word দেখে নেয়া যাক...

1. Advance forward, Proceed forward, Progress forward:
Advance, proceed, progress all mean "to move in a forward direction", thus the word forward is not necessary.

2. Return back, Rever back:
Return and revert mean "to go back to send back" so the back is not necessary.

3. Sufficient, Enough:
These words are identical, one or the other should be used.

4. Compete Together:
Compete, means "to take part in against others" so there is no need to use together.

Others are...

* Reason because.
* Join together.
* Repeat again.
* New innovation.
* Matinee performance.
* Same identical.
* Two twins.
* The time when.
* The place where.

এই গুলা গ্রামারের Basic জিনিস, এই গুলো সচারাচর কম আসে, কিন্তু Subjunctive Word গুলো খুবই জরুরি। এই গুলা জেনে রাখা খুবই জরুরি।

আরো নতূন কিছু জানতে আমাদের সাথেই থাকো। আমি তোমাদের সাথে গ্রামারের আরো কিছু basic জিনিস নিয়ে আলোচনা করবো, সাথে সাধারণ জ্ঞানের কোন কোন বিষয় গুলো জোর দিয়ে পড়রে ওই সকল বিষয় নিয়েও আলোচনা করবো। ভাল থাকো, শুভ কামনা রইল।

এই পোস্টটি লিখেছেন:

হাবিবা খানম তুষিহাবিবা খানম তুষি
হাবিবা খানম তুষি

হাবিবা খানম তুষি এই ব্লগের একজন নিয়মিত লেখিকা।
ব্রাহ্মণবাড়িয়া সদরে বেড়ে উঠা “হাবিবা খানম তুষি” বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিউজিক ডিপার্টমেন্ট এ পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি তিনি বিভিন্ন বিষয়ে শিখতে ও লিথতে পছন্দ করেন।
তার সাথে যোগাযোগ করতে পারেন তার ফেসবুক আইডিতে

এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুন (0)

নবীনতর পূর্বতন